হূল ফুটুক না ফুটুক আজ বসন্ত! শহরের মাঝে উপস্থিত এক দানব-মৌমাছি! প্রকান্ড এক ফুলের ওপর বসে আছে! তৈরী করেছে মস্ত বড় বড় মৌচাক। তাতে বেড়ে উঠছে এমনি আরও মৌমাছির বাচ্চা। না, এটা কোনো হলিউডের সায়েন্স ফিকশন গল্প না, এটা আমাদের কিশোর সঙ্ঘের এবারের থিম। এবারের দিনহাটার অন্যতম আকর্ষন! এবারের দিনহাটার পুজো সত্যিই ছোট ক্লাবের পুজো। বড় ক্লাবগুলোকে টেক্কা দিয়ে দেখিয়ে দিল কিশোর সংঘ।
Recent Comments